এফএনএস বিদেশ : ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় গতকাল শুক্রবার থেকে সাইরেন বাজানো হচ্ছে। সেই সঙ্গে রাশিয়ার হামলাকে ‘বড় হুমকি’ অভিহিত করে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলতি মাসেই এক বছর পূর্ণ হতে চলেছে। এক বছর পূর্তি উপলক্ষে রুশ সেনারা ‘বড় হামলা’ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার এক সতর্ক বার্তায় কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেরহি পপকো বলেন, ‘রাশিয়ার দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি সতর্ক করে বলতে চাই, সাইরেন অ্যালার্ড অগ্রাহ্য করবেন না।’ রাশিয়ার রকেট হামলার ব্যাপারে সতর্ক করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কোও। সেই সঙ্গে দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ওপর ইতোমধ্যে হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী।এক ইউক্রেনীয় জেনারেলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়া দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্র দুটি মলদোভা ও রোমিয়ার আকাশসীমা পেরিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। এর আগে মাইকোলাইলের গভর্নর ভিটালি কিমও জানান, রুশ ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমায় প্রবেশ করেছে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত