স্টাফ রিপোর্টার : জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ৫ শ শয্যার পাবনা মেডিকেল কলেজের হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপাথর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হিমায়েতপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই ভিত্তিপাথর স্থাপন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আজকের দিনটি পাবনাবাসীর জন্য মাহেন্দ্রক্ষণ। এ কাজটি করতে পেরে আমি অনেক আনন্দিত। ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরুহয়। এরপর থেকে কেউ এটি নিয়ে মাথা ঘামায় নি। একটি মেডিকেল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সঙ্গে একটি আধুনিক হাসপাতাল থাকে। স্থানীয় জনপ্রতিনিধি কেউ এ বিষয়ে কখনও কারো দৃষ্টিগোচর করেনি। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এনে এই হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেটি ইতোমধ্যে একনেকে অনুমোদন হয়েছে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। অতি দ্রুত এই হাসপাতালের কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এসময় অতিরিক্ত সচিব, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি কলেজ ক্যা¤পাসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ২০০৮ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এ হাসপাতালে এখন শিক্ষার্থীর সংখ্যা ৩৭০ জন। হাসপাতালটি বাস্তবায়িত হলে মেডিক্যাল শিক্ষার পাশপাশি গুনগত মানও বাড়বে চিকিৎসা সেবারও।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত