এফএনএস বিনোদন: দক্ষিণী সিনেমার জয়জয়কার কয়েক বছর থেকেই। একের পর এক নতুন সিনেমা নতুন রেকর্ড গড়ে নিয়েছে। এবার পেক্ষাগৃহে মুক্তির আগেই নতুন সিনেমার হিন্দি স্বত্ব ১০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। আর এই সিনেমার নায়ক সুরিয়া। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করছেন শিবা। তবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘সুরিয়া ৪২’। বড় বাজেটের সিনেমাটি নিয়ে অনেক দিন থেকেই দর্শকরা অপেক্ষায় রয়েছেন। ১০০ কোটি রুপি দিয়ে সিনেমার হিন্দি স্বত্ব কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়া তার প্রযোজনা সংস্থা সিনেমাটির ডিজিটাল, টিভি ও প্রেক্ষাগৃহে পরিবেশকের স্বত্বও কিনেছে। তবে সবই সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব। খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা গেছে সিনেমার ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে শুটিং শেষে চলতি বছরই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। সুরিয়ার বিপরীতে সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। কয়েক বছর ধরেই যেন স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন সুরিয়া। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার পান সুরিয়া।