স্টাফ রিপোর্টার : দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই,লিগাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই,-এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়। এদিন সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি’র চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি’র চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. কামাল হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ। সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, বর্তমানে বিচারপ্রার্থী জনগণকে আইনগত পরামর্শ প্রদানসহ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসারকে আইনে ব্যপক ক্ষমতা ও এখতিয়ার অর্পণ করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার দরিদ্র জনগণকে আইনগত সহায়তার পাশাপাশি আইনগত পরামর্শ দান করছেন। সভায় মোঃ আয়ূব আলী ও স্বপ্না রানী সরকারকে ২০২৪ সালের জন্য বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসাবে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।এর আগে জজ আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত