বিশেষ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশ ও মাটিকে ভালোবাসে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না। সোমবার জাতীয় প্রেসক্লাবে আলী আহমাদ মাবরুর রচিত ‘মাওলানা আব্দুস সুবহান রহ: তৃণমূল থেকে শীর্ষে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান ইচ্ছা করলে যে কোন দেশে আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি তার প্রিয় দেশ ছেড়ে যাননি। তিনি সহজেই মানুষকে আপন করে নিতেন। অপূর্ব কোয়ালিটি ছিল তার, যা আমিও অর্জন করতে পারব না। জামায়াত আমির আরও বলেন, ‘মাওলানা আব্দুস সুবহান কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না, শান্ত থাকতেন। জেলে গিয়ে তার সাথে থাকার সুযোগ হয়েছে। সেখানে সিনিয়র লিডারদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে শালিসের গুরু দায়িত্ব পালন করেছেন। ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা আব্দুস সুবহান কনডেম সেলে ছিলেন। তার ফাঁসির রায় হয়ে আছে। অথচ তার কোন পরোয়া নেই। জেলের সব মানুষ তাকে সম্মান করতেন আর আফসোস করতেন যে, তার মতো মানুষকে জেলে থাকতে হচ্ছে। গোলাম কবির হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ^াস, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুস সোবহান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত