এফএনএস স্পোর্টস: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী অস্হিতিশীলতার মাঝে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি পূরণে আগেভাগেই পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ। দুই দেশের ‘এ’ দলের মধ্যে চলছে অনানুষ্ঠানিক একটি সিরিজও। তবে সেখানে বাগড়া দিয়েছে বৃষ্টি, তাই মুশফিকুর রহিমের কন্ঠে অনুশীলন নিয়ে ঝরল আক্ষেপ। কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হওয়ার পর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্ধারিত সময়ে পাকিস্তান সফরে যেতে পারেনি ‘এ’ দল। পরবর্তীতে পাকিস্তানে পৌঁছেও বৃষ্টি বাঁধায় অনুশীলন ব্যাহত হয়েছে ‘এ’ দলের। প্রথম চারদিনের ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। মুশফিক বলেন, ‘‘বৃষ্টির কারণে আমরা পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। প্রথম দিকে বৃষ্টির কারণে মাত্র একটা নেট সেশন করতে পেরেছিলাম। প্রথম ইনিংসে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু ফল পক্ষে আসেনি। নেট সেশনে আঙুলে আঘাত পাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করিনি। আশাকরি এটা থেকে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব এবং ইনশাআল্লাহ প্রথম টেস্টে আমি খেলব’’। আঙুলে আঘাত পাওয়ায় ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি মুশফিক। তবে প্রথম টেস্টে খেলা নিয়ে আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার। ইসলামাবাদে সুযোগ-সুবিধা নিয়ে খুশি মুশফিক। এই সিরিজ জাতীয় দলের প্রস্তুতিতে কাজে দেবে বলে মনে তিনি। ‘‘এর আগে তিন-চার বার পাকিস্তানে আসলেও ইসলামাবাদে এবারই প্রথম। এটা সুন্দর, সুযোগ-সুবিধা খুব ভালো। আশা করি, ছেলেরা এখানথেকে শিখবে এবং আসন্ন টেস্ট ম্যাচে বেনিফিট পাবে। এ পর্যন্ত সবই ভালো যদিও ম্যাচটা আমাদের পক্ষে ছিল না। আবহাওয়া বাগড়া দিয়েছিল, আমার মনে হয় পাকিস্তান শাহীনস দারুণ খেলেছিল। উমর ভাই ভালো সত্যিই ভালো ব্যাটিং করেছে। তারপর বোলাররা নাসিম, মোহাম্মদ আলী, মির হামজারা খুবই ভালো করেছে।’’ ‘‘আমাদের দলে কিছু তরুণ ক্রিকেটার আছে আমি নিশ্চিত তারা এখান থেকে অনেক কিছু শিখবে। আমাদের সামনে দুইটা টেস্ট ম্যাচ রয়েছে। এই স্কোয়াড থেকে যারা যুক্ত হবে তাদের জন্য সহায়ক হবে কারণ আমরা এখানে এসে প্রস্তুতি নিতে চেয়েছি এবং আশা করি বেনিফিট পাব।’’
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত