ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা রক্ষণাবেক্ষণের জন্য নির্মানাধীন বাউন্ডারি ওয়ালে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। পাউবো অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার আপত্তি সত্ত্বেও এই নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। জানা যায়, পাবনা পাউবো অফিসের আওতাধীন ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে প্রায় ১০ শতক জায়গা রয়েছে। এই জায়গায় পূর্বে পাউবোর উপজেলা অফিস ছিল। এক যুগেরও বেশি সময় আগে ওই অফিস বন্ধ হয়ে গেলে জায়গা অরক্ষিত হয়ে পড়ে। এ অবস্থায় সম্প্রতি পাউবো কর্তৃপক্ষ জায়গাটি বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। সাড়ে ছয় লাখ টাকা ব্যয়ে কাজটি পায় পাবনার জয়তি ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। তবে কাজটি করছেন সাব ঠিকাদার জাকির হোসাইন খান নামে এক ব্যক্তি। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন সপ্তাহ আগে এই গাইড ওয়ালের কাজ শুরু করা হয়। গাইড ওয়ালের আরসিসি কলামের কাজ শেষ করে এখন ইটের গাঁথুনি করা হচ্ছে। এতে পাবনার একটি ইটভাটার নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের ইটের বিষয়ে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী আলামিন হোসাইন আপত্তি জানালে ঠিকাদার অন্য একটি ইটভাটা থেকে কিছু ভাল মানের ইট আনেন। এরপর থেকে ভালো ইটের সঙ্গে নিম্নমানের ইট ব্যবহার করে গাঁথুনির কাজ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ইটের কালার ভালো না। মানও ভালো না। তবুও ঠিকাদারদের কাছে এটা এক নাম্বার ইট। আমরা যেটা পাই সেটা দিয়েই কাজ করি। আমাদের বলে লাভ নেই। এ বিষয়ে ঠিকাদার জাকির হোসাইন খান বলেন, ইটগুলো কাঠ দিয়ে পোড়ানো। তাই এই ইটের কালার খারাপ। কিন্তু এগুলো এক নাম্বার ইট। আর পরে নিয়ে আসা কিছু ইট কয়লাতে পোড়ানো বলে কালার ভালো। অফিসকে জানিয়েই এসব ইট লাগানো হচ্ছে। পাবনা অফিসের উপসহকারী প্রকৌশলী আল আমিন হোসাইন বলেন, ‘আমি দুইটি সাইডের কাজে দায়িত্বে আছি। তাই নিজে যেতে পারিনি ওই সাইডে। তবে ওয়ার্ক এসিস্ট্যান্টকে ইটের মান সম্পর্কে জানতে চেয়েছিলাম। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বলেছে ইটের মান ভালো না। তাই ঠিকাদারকে এই ইট ব্যবহার করতে নিষেধ করা হয়।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত