স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে পাবনা বন বিভাগের আয়োজনে বেলা ১১ টায় এক আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। “উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা সহকারি বন সংরক্ষক মোহাম্মদ হোসেন। ফরিদপুর উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম শফিউজ্জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শালগাড়িয়া এস.এফ.এন.টি.সি-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান। আরও বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান, পাবনা জেলা করাতকল মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, ঈশ^রদী এস এফ পিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, পাবনা নার্সারি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, ফরেস্ট অফিসের প্রধান সহকারি এনামুল হক মন্ডল, উপকারভোগী সদস্য মার্জিদ সরদার, নার্সারি মালিক কামাল হোসেন, অফিস সহকারি রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন বিভাগের অফিস স্টাফ রাকিব হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন অফিস স্টাফ বিত্ত কুমার ঘোষ। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত