সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনা-সুজানগর প্রধান সড়কের অধিকাংশ জায়গা দিনের পর দিন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। এতে সড়কটি দিয়ে যানবাহন এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে।
সরেজমিন খোঁজ-খবর নিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের ওই সড়কের দু’পাশে সুজানগর পৌর বাজার, দুবলিয়া বাজার, শ্রীপুর বাজার এবং হাজিরহাটসহ ৬/৭টি হাট-বাজার রয়েছে। বাজারের কতিপয় ব্যবসায়ীরা দিনের পর দিন জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দখল করে অবাধে ব্যবসা-বাণিজ্য করছেন। ফলে সড়কটি দিয়ে বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। সুজানগর পৌরসভার বাসিন্দা আব্দুল জব্বার বলেন ওই সকল হাট-বাজারে সরকারি জায়গার সঙ্কট। যেটুকু সরকারি জায়গা রয়েছে সেটুকুও অপরিকল্পিত দোকানপাটে ঠাসা। আর এ সুযোগে অসাধু হাটবাজার ইজারাদারা ওই সকল ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছামতো টাকা-পয়সা নিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ ওই সকল সড়কের ওপর ব্যবসা-বাণিজ্য করার সুযোগ করে দেন। সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই বলেন অবৈধভাবে ওই সকল সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে প্রায়ই সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের যাত্রীদের পাশাপাশি ওই সকল বাজারে আগত জনসাধারণের। সেই সঙ্গে সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে বিশেষ করে সুজানগর পৌর শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল করা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সীমাহীন দর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন জনগণের চলাচলের সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য চলতে পারেনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত