এনএনবি : শীত আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও কয়েক দিন বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চল শনিবার থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা, সূর্যের দেখা মিলছে না রোববারও। এর মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর উত্তরী হাওয়া শীতের অনুভূতি তীব্র করে তুলেছে।
রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা জেলার ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকায় এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
আবহাওয়াবিদরা বলছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় ঢাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান রোববার সকালে বলেন, “এরকম ওয়েদার আরও চার-পাঁচদিন থাকবে। বৃহস্পতি-শুক্রবারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে কুয়াশার ভাব কমবে। তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে।”
ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
“উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঈশ্বরশী এলাকায় শীতটা বেশি থাকবে।”
আবহাওয়ার ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত চলতে পারে কুয়াশার দাপট।
কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
এদিকে শীত বাড়ায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে।
এ সময়টায় যতটা সম্ভব ঘরের ভেতর থাকা এবং শরীরকে সব সময় গরম রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি সব সময় গরম খাবার খাওয়া, গরম পানি পান করার কথা বলছেন তারা।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত