এফএনএস স্পোর্টস: আগামী ১২ ও ১৭ অক্টোবর ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড-১-এর খেলাতে অংশ নেবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচটি হবে মালেতে, পরেরটি ঢাকায়। সেই লক্ষ্যে শুক্রবার লাল-সবুজ দলের আংশিক প্রাথমিক দলও ঘোষিত হয়েছে। ১৫ জনের মধ্যে তিন জনই নতুন। জাতীয় দল কমিটির অনলাইন সভা শেষে দল ঘোষিত হয়েছে। সেখানে সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ডাক পাওয়া নতুন তিন জন খেলোয়াড় হলেন শেখ জামাল ক্লাবের শাকিল হোসেন, আজমপুরের জায়েদ আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। এ ছাড়া ফিরেছেন সাজ্জাদ হোসেন। অধিনায়ক জামাল ভূঁইয়া ৩ অক্টোবর আর্জেন্টিনা থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। ২ অক্টোবর বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা রয়েছে। ফলে ৫ অক্টোবর ওই ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। দলের সঙ্গে যোগ দিচ্ছেন একজন স্প্যানিশ ফিজিও। হাভিয়ের কাবরেরা আপাতত ১৫ জন নিয়ে পুলিশ এফসির উত্তরার মাঠে অনুশীলন করবেন। আজ শনিবার সন্ধ্যায় বাছাইকৃত ১৫ জন খেলোয়াড়কে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আমের খানবলেছেন, ‘আপাতত আমরা ১৫ জন নিয়ে ক্যাম্প করবো। এএফসি কাপ শেষে বাকিদের দলে ডাকা হবে। আমরা ১০ অক্টোবর মালদ্বীপ যাবো। সেখানে ১২ অক্টোবর ম্যাচ।’
বাংলাদেশ দলে ডাক পাওয়া ১৫ জন: মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল আকাশ।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত