স্টাফ রিপোর্টার : পাবনা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা এ কে হাসান হিরা বৃহস্পতিবার রাত দশটা বিশ মিনিটে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। শালগাড়িয়া হাসপাতাল সড়কের বাসিন্দা মরহুম আখতার উদ্দিনের ছেলে সদালাপী এ কে হাসান হিরা বৃহত্তর পাবনা জেলা (সিরাজগঞ্জসহ) আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ছিলেন। আওয়ামীলীগের সংকটকালীন সময়ে দলের জন্য পরিশ্রম করেছেন তিনি। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন জীবনের শেষ সময় অবধি। জাতীয় নির্বাচনের সময়ে পৌর এলাকার সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে ভোটের কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন একজন যুবক কর্মীর মতো। পাবনা জেনারেল হাসপাতালে অসহায় রুগীদের খেদমত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সদস্য হয়ে জনগনের প্রতিনিধি হিসেবে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নানাসময়ে বিতন্ডায় জড়াতেন রুগীরা যেনো ভালো সেবা পায় এজন্য। রুগীদের রক্তের ব্যবস্থা করে দেওয়া, ওষুধ কিনতে অসামর্থ্য রুগীদের ওষুধের ব্যবস্থাকরণ, খাবার কিনতে সহযোগিতাদানসহ অসহায়দের নানান উপকারে কাজে লেগেছেন তিনি। জনস্বার্থ বিপন্ন হয়, এমন কোনো ধরনের অনিয়ম ও অন্যায় সহ্য করতেন না এ কে হাসান হিরা। নানাবিধ সামাজিক কল্যাণকর কাজে তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন। বনমালী ইনষ্টিটিউটের আজীবন সদস্য ছিলেন তিনি। বনমালীর নিজস্ব ব্যবস্থাপনায় অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। তার অভিনয় দক্ষতার কারনে তিনি দর্শকদের প্রিয়ভাজন ছিলেন। অনেক নাটকে তিনি নির্দেশকের দায়িত্ব পালন করেছেন। এলাকার মৎস্যজীবিদের স্বার্থ সংরক্ষনেও তার ভূমিকা ছিলো উল্লেখ করবার মতো। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমনের পিতা এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আব্দুল হান্নানের ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল সড়ক, মালিগলি স্কুল পাড়া, নিকেড়িপাড়াসহ আশেপাশের এলাকার মানুষেরা শোকাচ্ছন্ন হন এ কে হাসান হিরার মৃত্যুতে। গতকাল বাদ জুম্মা এডওয়ার্ড কলেজের ডিগ্রী ভবন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রকিব হাসান টিপু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত ও মরহুমের ছেলে আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রুমন। নামাজে জানাজায় অসংখ্য মানুষ শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত