স্টাফ রিপোর্টার : ইঞ্জিনিয়ার ইজাজুর রহমান ইজাজ মঙ্গলবার রাত এগারোটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্থানীয়ভাবে তিনি কমরেড ইজাজ নামেই সমধিক পরিচিত ছিলেন। তার পিতার নাম হারান প্রামানিক। ১৯৪২ সালে শালগাড়িয়ার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা হারান প্রামাণিকের আট সন্তানের মধ্য তিনি সর্বকনিষ্ঠ ছিলেন। শিক্ষা জীবন শুরু করেন শালগাড়িয়া মালিগলি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ভর্তি হন পাবনা জেলা স্কুলে। এরপরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল প্রকৌশল বিভাগে ডিপ্লোমা পাশ করেন। পাবনা জেলা স্কুল থেকে তিনি বামপন্থী ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন। ৬০ এর দশকের কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী আজীবন সমাজতান্ত্রিক রাজনীতির সমর্থক ছিলেন তিনি। শিক্ষাজীবন শেষে তিনি কুষ্টিয়ায় গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। কর্মজীবনে তিনি যশোর, রাজবাড়ি, রাজশাহী ও ঢাকায় কর্মরত ছিলেন। বড় ছেলে মশিউর রহমান বাবলু অষ্ট্রিয়ায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। ইজাজুর রহমান ইজাজ ছাত্রজীবন থেকে কর্মজীবনে দেশের জন্য বিশেষ করে মেহনতি মানুষের প্রতি দরদী ছিলেন। তিনি ক্যাব এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। মরহুমের মরদেহে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ^াসের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও ক্যাবের জেলা সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি এ বি এমন ফজলুর রহমান মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বেলা দুটোয় মালিগলি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের পরিচালক ও জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধরণ সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু ও মরহুমের ছেলে ইমন। এদিকে ইজাজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাব কেন্দ্রিয় সভাপতি ড. গোলাম রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমাযুন কবীর ভুঁইয়া, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস, ক্যাবের ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা চেম্বারের পরিচালক ও পাবনা জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সভাপতি মজিবর রহমান, সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সদস্য আমজাদ হোসেন, মমিনুর রহমান, জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা কমিটির সমন্বয়ক হাসিবুর রহমান হাসু, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় কৃষক খেতমজুর সমিতি পাবনা জেলা কমিটির সভাপতি মাহাতাব উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুর প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত