এফএনএস তথ্য-প্রযুক্তি: প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজ অ্যাপের মাধ্যমে সম্পাদনের সুযোগ থাকায় সহজ হয়েছে মানুষের জীবন যাপন। অ্যাপের মাধ্যমে লেনদেন, কেনাকাটা, বিল দেয়া থেকে শুরু করে একাধিক কাজ করা যায়। তবে এই অ্যাপ ব্যবহারে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। কিছু অ্যাপ রয়েছে যেটা ইনস্টল করলে ঘটতে পারে বড় বিপদ। মনে রাখতে হবে নকল অ্যাপ তৈরি করে হ্যাকাররা ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে। এরপর চুরি করছে ব্যক্তিগত তথ্য। এতে অনেক অ্যাপ ব্যবহারকারী বড় ধরণের ক্ষতির মুখেও পরছেন। এ ধরণের সমস্যা থেকে বাঁচার প্রথম শর্ত হলো সতর্ক থাকতে হবে। গুগল সাম্প্রতিক নিরাপত্তা প্রতিবেদনে জানিয়েছে, তারা এক লাখেরও বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে, যা অনেকেই ব্যবহার করতেন। আপনার ফোনেও যদি নকল অ্যাপ থাকে তাহলে দ্রুত তা ফোন থেকে ডিলিট করুন। আসুন জেনে নেয়া যাক নকল অ্যাপ চেনার কিছু কৌশল। গুগল প্লে প্রোটেক্টের সাহায্যে অ্যাপ এবং ডিভাইসকে ম্যালওয়ারের হুমকি থেকে রক্ষা করতে পারেন। শুরুতে চালু করতে হবে গুগল প্লে প্রোটেক্ট। এজন্য প্লে স্টোর অ্যাপে প্রোফাইল আইকনে যান এবং প্লে প্রোটেক্টে ট্যাপ করুন, সেটিংসে প্লে প্রোটেক্ট দিয়ে স্ক্যান অ্যাপ চালু করুন। আপনার ডিভাইসটি ভেরিফাই সার্টিফাইড করে নিতে পারেন। এজন্য গুগল প্লে স্টোর অ্যাপ খুলুন। উপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর সেটিংসের যান এবং আপনার ডিভাইসটি প্লে প্রোটেক্ট সার্টিফাইড কি না তা পরীক্ষা করুন। অবশ্যই কোনো অ্যাপ ডাউনলোড করার আগে বিবরণ, রিভিউসহ সবকিছু ভালোভাবে পড়ে নিতে হবে। যদি কোনো অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পাওয়া যায় তাহলে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে এটিকে ভুয়া অ্যাপের সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই ধরে নেয়া যেতে পারে। কেননা সন্দেহ নেই যে, কোনো বিশ্বস্ত ডেভেলপার এ ধরনের ভুল করবে না। তাই কোনো একটি অ্যাপের মৌলিক বিবরণে এ ধরনের ভুল থাকা মানেই হলো সেই অ্যাপটি ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশি। অ্যাপটি কোন মানের তা চিহ্নিত করার কয়েকটি কৌশলের মধ্যে অন্যতম হলো অ্যাপটির ডাউনলোডের সংখ্যা ও রিভিউ দেখে নেয়া। যদি ডাউনলোডের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তবে ভেবে নিতে হবে যে অ্যাপটি ভালো। এছাড়া চেষ্টা করতে হবে অ্যাপ ডেভেলপারের ওয়েবসাইট পরিদর্শন করার। সেখানেও বেশ কিছু তথ্য পাওয়া যাবে। জানা যাবে অ্যাপ স্টোরের বিবরণ ও অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য। কোনো কাজের জন্য অ্যাপ ডাউনলোড দেয়ার আগে খোঁজ নেয়া যে কাজটি সম্পাদনের জন্য কোন অ্যাপ ভালো হবে। এ বিষয়ে বিভিন্ন আর্টিকেলসহ নানা তথ্য পাওয়া যাবে। সেখান থেকেও একটা ধারণা পাওয়া যেতে পারে। মনে রাখতে হবে প্রযুক্তির অনেক সুবিধা থাকলেও সামান্য ভুল ব্যবহারে বড় ক্ষতি হতে পারে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত