এফএনএস স্পোর্টস: পাঁচ বছরে ৬২ ইনিংসে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে দেখা গেলো না রোহিত শর্মাকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার তিনে ব্যাটিংয়ে নামলেন। টানা দ্বিতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। তাতে অনাকাক্সিক্ষত রেকর্ডে উঠলো তার নাম। অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যামেরন গ্রিনকে ওপেনিংয়ে পাঠান রোহিত। দ্বিতীয় ওভারেই তুষার দেশপান্ডে মুম্বাইয়ের নতুন ওপেনারকে ৬ রানে বোল্ড করেন। ক্রিজে নামেন রোহিত। কিন্তু ২২ গজে তিনি ছিলেন মাত্র ৯ মিনিট। দীপক চাহার তৃতীয় ওভারে আরেক ওপেনার ইশান কিষাণকে (৭) ফেরানোর দুই বল পর রোহিতকে থামান। ল্যাপ শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন মুম্বাই অধিনায়ক। ৩ বল খেলেও রানের খাতা না খুলে বিদায় নেন রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও ডাক মারেন তিনি। টানা দুই ম্যাচে শূন্য রানে বিদায় নিয়ে আইপিএলে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড গড়ে ফেলেন ডানহাতি ব্যাটার। ১৬তম ডাক মেরে রোহিত পেছনে ফেলেছেন সুনীল নারিন, দিনেশ কার্তিক ও মানদীপ সিংকে। তিনজনই ১৫টি করে ডাক মেরেছেন। এবার এককভাবে এই আসনটিতে বসলেন মুম্বাই অধিনায়ক। রোহিত ২.৫ ওভারে ১৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। নেহাল ওয়াধেরার (৬৪) একার লড়াইয়ে ৮ উইকেটে ১৩৯ রান করে মুম্বাই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত