চরাঞ্চলের হতদরিদ্র নারীদের ছাগল পালন
ও বসতবাড়ীতে সবজি চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : গ্লোবাল ওয়ান এবং পেনিঅ্যাপিল-এর উদ্যোগে হতদরিদ্র ও ভূমিহীন নারীদের ছাগল পালন ও বসত বাড়ীতে সবজিচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চরসদিরাজপুর গ্রামে অবস্থিত মুজিববর্ষ গ্রামে বসবাসকারী ৪০ জন নারীকে নিয়ে কোমরপুর পদ্মা কলেজের হলরুমে সোমবার এ প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পষিদের প্রধান নির্বাহী যুগ্মসচিব কাজী আতিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক-কলামিষ্ট আব্দুল হামিদ খান, গ্লোবাল ওয়ান এর হেড অব বাস্তবায়ন রমজান আলী, কোমরপুর পদ্মা কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দীন ও সাদিরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বয়েন উদ্দিন। দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার শাহানা পারভীন লাবনী ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল কাদের। উল্লেখ্য যে, পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চরসদিরাজপুর গ্রামটি পদ্মা বেষ্ঠিত চরাঞ্চলে অবস্থিত পিছিয়ে পড়া একটি গ্রাম। মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৫৩ জন হতদরিদ্র ভূমিহীনকে ঘর প্রদান করা হযেছে। কিন্তু তাদের কোন কাজের সুযোগ নেই, আয় রোজগারের কোন ব্যবস্থা নেই । গ্লোবাল ওয়ান বাংলাদেশ পেনিঅ্যাপিল-এর আর্থিক সহায়তায় জীবন জীবিকায়ন কর্মসুচির আওতায় ৪০ জন হতদরিদ্র নারীকে চারটি করে ছাগল, ছাগল রাখার ঘর বসতবাড়ীতে সবজি চাষের বীজসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে যাতে করে সংশ্লিষ্টরা বেজায় খুশী। প্রধান অতিথি তার বক্তৃতায় চরাঞ্চলে হতদরিদ্র নারীদের উন্নয়নে জীবন জীবিকায়ন কর্মসূচি গ্রহনের জন্য গ্লোবাল ওয়ান ও পেনিঅ্যাপিলকে ধন্যবাদ জানান সেই সাথে স্বাস্থ্য,শিক্ষা ওয়াটার স্যানিটেশন কর্মসূচি গ্রহনের আহ্বান জানান।