স্টাফ রিপোর্টার : ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে নার্সকে মারপিট করার ঘটনায় দালাল সাদ্দাম হোসেন (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম া শহরের শালগাড়িয়া এলাকার কুদ্দুস আলীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পাবনা সদর থানার ভাড়ারা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয় সাদ্দামকে।এদিকে সাদ্দাম গ্রেফতার হলেও চতুর্থ দিনের মত শুক্রবার কর্মবিরতি পালন করছে শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। এতে করে ব্যাহত হয়ে পড়েছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল কার্যক্রম। ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবসা। অনেকে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। সমস্যা সমাধানে কার্যকরি উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে চর্তুথ দিনের মতো হাসপাতাল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, সাদ্দাম গ্রেফতার হলেও তার বিচার ও অন্যান্য সমস্যা সমাধান না হলে ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ ওমর ফারুক মীর বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সদের সাথে আলোচনা চলছে। ২/১ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। উল্লেখ্য গত মঙ্গলবার (৩১ জানুয়ারী) মেডিসিন ওয়াডের্র মহিলা ইউনিটে ডিউটিরত পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেনকে সাদ্দাম হোসেন নামের হাসপাতালের এক দালাল মারধর করে। এর পর রাত থেকে কর্মবিরতি শুরু করে হাসপাতালে ইন্টার্ন নার্সরা।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত