স্টাফ রিপোর্টার : জেলার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ৪৭ তম প্রযোজনা নাটক স্বয়ংবর গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে। বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায়, রুচি নিবেদিত এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিডেটের পৃষ্টপোষকতায় মঞ্চস্থ হয় নাটকটি। বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ফিরোজ খন্দকারের রচিত এবং নির্দেশিত নাটকটিতে অভিনয় করা নাট্যকর্মীরা মুগ্ধ করেছে দর্শকদের। নাটকটিতে অভিনয় করেন শুভ মজুমদার, শ্রাবন্তী মায়া, লতা মজুমদার, ফিরোজ খন্দকার, ভাস্কর চক্রবর্তী, মিজানুর রহমান মিজান, মেহেদী হোসেন। মঞ্চ পরিকল্পনায় ছিলেন দোলন আজিজ, আবহ সঙ্গীতে ছিলেন সিরাজুল ইসলাম হীরা ও মিজানুর রহমান মিজান, আলোক পরিকল্পনায় ছিলেন ওহিদুল কাওসার, পোশাক পরিকল্পনায় লতা মজুমদার, রূপসজ্জায় মেহেদী হোসেন আর প্রযোজনা অধিকর্তা ছিলেন ভাস্কর চক্রবর্তী। নাটকটির সফল মঞ্চায়নে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিক ছিফাত রহমান সনম ও কবি আলমগীর কবির হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। নাটক মঞ্চায়ন শেষে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, বনমালী শিল্পকলা কেন্দ্রের সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ, ড্রামা সার্কেলের সভাপতি সাজিদুল্লাহ সুজন। নাটকটির কারিগরী সহযোগিতায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন,মারুফুর রহমান,রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। পাবনা ড্রামা সার্কেলের নাটক স্বয়ংবর দেখতে বনমালী শিল্পকলা কেন্দ্রে ছিলো নাট্যপ্রেমী দর্শকদের উল্লেখ করবার মতো ভীড়। উল্লেখ্য,১৯৮১ সালের ১৩ জুন প্রতিষ্ঠার পর থেকে পাবনা ড্রামা সার্কেল জেলার নাট্য অঙ্গন ও সাংস্কৃতিক বলয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত