স্টাফ রিপোর্টার : চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লায় কনক জাহান আঁখি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। নিহত স্কুলছাত্রী উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের আল কামাল হোসেনের মেয়ে এবং পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিনের যে কোন সময় চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লায় ভাড়া বাসায় শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস নেন আঁখি। পরে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে। আঁখির পিতা আল কামাল হোসেন গ্রামীণ ব্যাংকে কর্মরত। প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে কাজীপাড়া মহল্লায় তিনতলার একটি বাসায় ভাড়া থাকেন। ঘটনার সময় বাসায় আঁখি একাই ছিলেন। তার মা অন্য ভাই বোনদের নিয়ে স্কুলে যান। বিকেল ৩টার দিকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে অন্যান্যের সহায়তায় ফেন্টিলেটর ভেঙে দরজা খোলেন এবং আঁখিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত