স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, আওয়ামী লীগ নেতা, অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাস্টার (৭৮) বার্ধক্যজনিত কারণে বুধবার ভোর ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানার আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেকের মৃত্যুতে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন এমপি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র অ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক, এলজিইডি’র প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক টুটুল সমাজী, হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম মাস্টার ও হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রামানিক গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
সর্বশেষ
- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ
- আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়
- ঈশ^রদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা সংরক্ষণ করায় শাওন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ
- দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না : জামায়াত আমির
- বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত
- স্কয়ারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত